Tuesday, June 16, 2015

আপনার কম্পিউটার ‘বিপ’ শব্দ করে ? তবে জেনে নিন এর কার্যকানুন............

আমরা যখন কম্পিউটারের পাওয়ার বাটন চাপ দিয়ে কম্পিউটার চালু করি তখন মাঝে মধ্যে একেক ধরনের ‘বিপ’ Sound শোনা যায়। বিপ বা শব্দটি মূলত কেসিং তথা মাদারবোর্ডের ভিতর থেকে আসে।
এটি আপনার কম্পিউটার সিষ্টেমের অবস্থা বোঝাতে ব্যাবহৃত হয়। আপনার কম্পিউটারে স্পিকার যুক্ত না’থাকলেও এ’ধরনের শব্দ শুনতে পেতে পারেন। কেননা এর জন্য আপনার মাদারবোর্ডে বিল্টইন স্পিকার যুক্ত করা থাকে। (সকল মডেলের ক্ষেত্রে নয়)
কম্পিউটারের এমন কিছু সমস্যা আছে যা আমরা এই শব্দ শুনে বুঝতে পারি।
অনেকেই, বিশেষ করে নবীন ব্যাবহারকারীরা তাদের পিসিতে এমন শব্দ শুনে বিচলিত হয়ে যান। এই পিসিহেল্পলাইনবিডিতে-ই একজনকে পেয়েছিলাম, কোন এক পোষ্টে তার এই ধরনের একটি সমস্যা লিখেছিলেন।
তো আসুন- জেনে নেই কি ধরনের শব্দ, কোন অর্থ প্রকাশ করে এবং কিভাবে সমস্যা সমাধান করা যায়।
Ω. একটি বিপ অর্থ কেসিংয়ের অভ্যন্তরীন হার্ডওয়্যারের সকল যন্ত্রাংশ সঠিকভাবে সংযুক্ত আছে।
উইন্ডোজে অন্য কোন সমস্যা না থাকলে ঠিকমতো চালু হবে। যদি চালু হতে কোন সমস্যা হয় তবে সিডি রম, হার্ডডিস্ক ড্রাইভ ও মনিটরের সংযোগ একবার চেক করে দেখুন।
Ω. ছোট দুটি বিপ হলে বুঝবেন আপনার পিসিতে কিছু সমস্যা আছে এবং সমস্যাটি সম্পর্কে কিছু তথ্য মনিটরে শো করবে।
Ω. তিন বা চারটি বিপ হওয়ার পর কম্পিউটার চালু হতে যদি সমস্যা হয় তবে আপনার পিসির RAM ঠিকভাবে স্লটে লাগানো কি’না দেখুন। প্রয়োজনে র‌্যামটি খুলে সংযোগ পরিষ্কার করে আবার লাগান।
Ω. ৫টি বিপ হয়ে কম্পিউটার ষ্টার্ট নিতে সমস্যা হলে মাদারবোর্ডের সকল কার্ড যথাযথভাবে সংযুক্ত আছে কি’না দেখে নিন।
Ω. ৬টি বিপ কি-বোর্ড কানেকশান Problem নির্দেশ করে। মাদারবোর্ডের সাথে আপনার কিবোর্ড (USB অথবা PS2) সঠিকভাবে সংযুক্ত আছে কি না খেয়াল করুন।
Ω. ৭টি বিপ হয়ে কম্পিউটার লোড নিতে কোন সমস্যা দেখলে প্রসেসরের সংযোগটা একবার পরীক্ষা করে দেখুন।
Ω. ৮টি বিপ শুনলে অখবা স্ক্রিনে ঠিকভাবে আউটপুট না’পেলে বুঝবেন এবার ভিডিও কার্ড দেখার পালা। সাধারণত ভিডিও কার্ড বা গ্রাফিক্স‌ কার্ডের সংযোগে সমস্যা হলে ৮টি বীপ শোনা যায়।
Ω. ৮-এর পর এবার নিশ্চই ৯ আশা করছেন?
কিন্তু ৯টি বিপ সাধারনত তেমন একটা শোনা যায় না। কারন, এটি দিয়ে মাদারবোর্ডের বায়োসের মারাত্ম‌ক সমস্যাকে বোঝানো হয়। আর বায়োসে সমস্যা থাকলে…
Ω. জ্বী, ৯ এর পর ১০টা বীপও আছে। এটি দিয়ে সাধারনত মাদারবোর্ডের সিমোস চীপ (CMOS Chip) অকার্যকর বোঝানো হয়।
যাক, ১০ নম্বর বিপ তো শেষ হলো। এর বাহিরেও আপনি কিছু অন্য ধরনের সংকেতের শব্দ শুনতে পারেন। এবার সেটা নিয়ে লিখছি।
Ω. একটানা ছোট ছোট বিপ হলে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ডে সমস্যা আছে। পিসি ঠিকমত ফাংশন না’ও করতে পারে।
Ω. একটি বড় এবং একটি ছোট বিপ শুনলে বুঝবেন নির্ঘাত RAM এ সমস্যা। সুতরাং…
Ω. একটানা বিপ হতে থাকলেও বুঝবেন আপনার কম্পিউটারের RAM এ সমস্যা আছে।
Ω. একটা বড় ও তিনটি ছোট বিপ হলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডে সমস্যা আছে। সংযোগ পরীক্ষা করে দেখতে পারেন।
Ω. এটা একটা বিশেষ ক্লু। কোন বিপ নেই অথচ আপনার কম্পিউটার চালু হচ্ছে’না। এর অর্থ আপনার পিসির পাওয়ার সাপ্লাই বা মাদারবোর্ডে সমস্যা আছে।
তো যাদের কম্পিউটারের মাদারবোর্ডে বিল্টইন স্পিকার যুক্ত করা নেই তারা দুশ্চিন্তা না’করে লাগিয়ে নিন অথবা External Speaker চালু রাখুন

 আর যাদের কাছে এই শব্দটি বিরক্তিকর তারা এটি বন্ধ করে দিতে পারেন।
বন্ধ করার নিয়মঃ
কম্পিউটারের Run অপশনে গিয়ে টাইপ করুন Devmgmt.msc ও Enter কী প্রেস করুন।
মনিটরে ডিভাইস ম্যানেজার চালু হবে।
এবার System Device বের করে এর ভিতর “Non-Plug and play drivers” অপশনটা খুজে বের করে এক্সপান্ড করুন।
ব্যাস, ওর ভিতরে “Beep” অপশন দেখতে পাবেন। এরপর Beep এর উপর রাইট ক্লিক করে Desable ক্লিক করে বেরিয়ে আসুন আর কম্পিউটারকে রিষ্টার্ট দিন।
এরপর থেকে আপনার পিসি আর বিপ’ শব্দ করবে’না। sad.gif
আচ্ছা… ভালো থাকুন.. আর সবসময় ইতিবাচক চিন্তা করুন।
ধন্যবাদ এত মনযোগ দিয়ে লেখাটি পড়বার জন্য। এটি আপনার কাজে আসলেই আমার এই ব্যায়িত সময় সার্থক।

No comments:

Post a Comment

Translate