Saturday, August 15, 2015

ব্লগিং করে টাকা আয় করার কৌশল



কিভাবে ব্লগ থেকে টাকা আয় করা যায়? 

♂♂প্রথমে blogger.com থেকে ব্লগ খুলবেন। ব্লগার ডট কম অনেক জনপ্রিয় ব্লগের জন্য। অবশ্য সারা বিশ্বে ওয়ার্ডপ্রেসের ব্লগ প্রথম স্থান দখল করে আছে। ওয়ার্ডপ্রেসের ব্লগ খুলতে wordpress.com এ যান। তবে blogger এর ব্লগ হলে আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে বাড়তি টাকা আয় করার সুযোগ পাবেন যা ওয়ার্ডপ্রেসে পারবেন না। 

♂♂ব্লগ খোলার পর আপনি এই লিঙ্কে যান। তাহলে একটি এডসেন্স একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার পর সাইন ইন করলে আপনি shrink নামের একটা অপশন পাবেন। এই অপশন shorten a link বা লিঙ্ক শর্ট করার জন্য। ওখানে আপনি আপনার ব্লগের url লিখুন। এবার ওরা আপনাকে একটা লিঙ্ক দিবে। আপনি লিঙ্কটা কপি করে বিভিন্নভাবে প্রচার করতে পারেন। যেমনঃ ফেসবুক, টুইটার, গুগল বা অন্যান্য সোশ্যাল সাইটে প্রচার করতে পারবেন। shrink এ যে শুধু আপনার ব্লগের url দিতে হবে এমন কিছু না। আপনি আমার ব্লগের পোস্টের লিঙ্ক ও দিয়ে  লিঙ্ক পেতে পারেন। এই লিঙ্ক প্রচার করেলেও আপনি টাকা পাবেন। অর্থাৎ আপনি, যে কোন লিঙ্কই প্রচার করতে পারবেন। সেটা হোক আমার, হোক আপনার হোক অন্য কারো। টাকা আপনার একাউন্টে জমা হতে থাকবে। তবে, আপনি যদি পেপাল বা payoneer একাউন্ট ভ্যারিফাইড করে রাখেন তাহলে অটোম্যাটিক আপনার একাউন্টে টাকা জমতে থাকবে। প্রতি হাজার ভিজিটের জন্য আপনাকে ৮ ডলার পর্যন্ত দিতে পারে। সুতরাং আপনার ব্লগ থাকুক আর না থাকুক এখনি একাউন্ট খুলে রাখতে পারেন। টাকা জমাতে পারবেন। আর যদি কোনদিন পেপাল বা payoneer একাউন্ট খুলেন সেদিন থেকে টাকা উইদড্র শুরু করেন। তারপর থেকে অটোমেটিক আপনার এডসেন্স ব্যালেন্স থেকে আপনার একাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। 


এক নজরে দেখে নিন বিশ্বের সবচাইতে আকর্শনীয় গোলটি বা ম্যাজিক গোল। 

ফেসবুকে আমি

No comments:

Post a Comment

Translate