আপনি কি নিজের ফোন নাম্বারকে uk নাম্বারে রূপান্তরিত করতে চান?
খুব সহজেই আপনি একটি uk নাম্বারের মালিক হতে পারেন। যে নাম্বারে কল করে আপনার ইন্টারন্যাশনাল বন্ধুরা আপনার নাম্বারে যোগাযোগ করতে পারে খুব সহজে।
প্রথমে www.FWcall.com এ প্রবেশ করুন। এবং রেজিস্টার করুন ফেসবুক অথবা ইমেইলের মাধ্যমে
আমি Register with Email করেছি।
register করলে নতুন একটা পেজ আসবে। Enter the phone number outside the UK এর এখানে আপনার লোকাল নাম্বার প্রবেশ করান।
ব্যাস মিটে গেল। আপনার কাজ শেষ। আপনাকে একটা UK নাম্বার দেওয়া হয়েছে। এখন কেঊ নাম্বারটিতে কল করলে ফরোয়ার্ড হয়ে আপনার কাছে চলে আসবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরো ভালো কোন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেস্টা করবো। ফেসবুকে আমি রুহুল সিনবাদ (Android App & Web Developer)
No comments:
Post a Comment