দেখে নিন বিশ্বের সর্বাধিক দূরত্বের গোল দুটি।
ফুটবল বিশ্বের সর্বাধিক দুরত্বের গোল করেছেন ডেভিড বেখাম। ৭০ গজ দূর থেকে তার দেওয়া গোলটি মেজিক গোল নামে খ্যাত। কয়েকদিন আগে চার্লি অ্যাডাম চেলসির বিরুদ্ধে। ৬৬ গজ(৬০ মিটার) দূর থেকে কিক নিয়ে গোল করে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। এর আগে চার্লি অ্যাডামের নাম কয়জনই বা জানতো? আর কে বা ই চিনতো ?
অথচ তার এই গোলটিকে প্রশংসা করতে ভোলেননি চেলসির কোচ হোসে মরিনহো ও। তিনি বলেছেন, এটা বেখমের ম্যাজিক গোলের থেকেও অনেক বেশি ম্যাজিকের। তাহলে দেখি নিন বেখাম ও অ্যাডামের গোল দুইটি।
ডেভিড বেখামের গোল ডাউনলোড করুনচার্লি অ্যাডামের গোল ডাউনলোড করুন
No comments:
Post a Comment