Sunday, June 7, 2015

not responding সমস্যার সমাধান

      কিভাবে not responding সমস্যার সমাধান করবো?

আমরা প্রায়ই কম্পিউটারে কাজ করার সময় কম্পিউটার হ্যাং করার কারনে অনেকভাবে ক্ষতিগ্রস্থ হই। কাজ করার সময় Not Responding দেখিয়ে যাতে কম্পিউটার হ্যাং না করে সে জন্য আজকে পোস্টটি দিলাম। আশা করি উপকৃত হবেন।

নিচের ধাপগুলো অনুসরন করুনঃ


                  ○   প্রথমে start Menu থেকে Run এ যান।
                  ○   এখানে লিখুন regedit এবং Enter চাপুন।
                  ○   Hkey_current _User এ ডাবল ক্লিক করুন।
                  ○   Control Panel এ ডাবল ক্লিক করুন।
                  ○   Desktop এ ডাবল ক্লিক করুন।
                  ○   এখন ডান পাশের auto and task এ ডাবল ক্লিক করুন।
                  ○   এখানে Value Data হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK ক্লিক করে বেরিয়ে আসুন।
                  ○   কম্পিউটার রিস্টার্ট দিন।

                
                  আপনি Not Responding প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছেন।

No comments:

Post a Comment

Translate